আজকাল ওয়েবডেস্ক: পারথে বর্ডার-গাভাসকর ট্রফির প্রস্তুতিতে মগ্ন ভারতীয় দল। ২২ নভেম্বর শুরু প্রথম টেস্ট। তার আগে বিসিসিআই এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের উদ্দেশে সাহসী পরামর্শ ডাব্লিউভি রমনের। ভারতীয় হেড কোচের দৌড়ে গম্ভীরের সঙ্গে লড়াইয়ে ছিলেন তিনি। কিন্তু কেকেআরের প্রাক্তন মেন্টরকেই বেছে নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার তাঁর এককালীন প্রতিদ্বন্দ্বীর উদ্দেশে অভিনব পরামর্শ দিলেন রমন। তিনি চান, গম্ভীরের কোচিং স্টাফের সঙ্গে যুক্ত করা হোক শচীন তেন্ডুলকরকে। বর্তমানে ছন্দে নেই ভারতীয় দলের একাধিক ব্যাটার। সেই কারণেই অস্ট্রেলিয়া সিরিজের জন্য শচীনকে ব্যাটিং পরামর্শদাতা হিসেবে চাইছেন তিনি। দ্বিতীয় টেস্টের আগে একটা বিরতি আছে। তিনি মনে করেছেন, সেই ফাঁকে কিংবদন্তীকে দলের সঙ্গে জুড়ে দেওয়া সম্ভব। 

নিজের এক্স হ্যান্ডেলে রমন লেখেন, 'বর্ডার-গাভাসকর ট্রফিতে শচীন তেন্ডুলকরকে ব্যাটিং পরামর্শদাতা হিসেবে জুড়ে দেওয়া গেলে ভারতীয় দল উপকৃত হবে। এখন থেকে দ্বিতীয় টেস্টের মধ্যে যথাযথ সময় আছে। পরামর্শদাতা নিযুক্ত করা আজকাল নতুন নয়। তাই ভাবনা-চিন্তা করা যেতেই পারে।' দ্বিতীয় টেস্ট ৬ ডিসেম্বর থেকে শুরু। এই সাহসী পরামর্শ নিতে হলে হাতে তিন সপ্তাহ সময় পাবে বিসিসিআই। ছন্দে নেই রোহিত শর্মা এবং বিরাট কোহলি। বর্ডার-গাভাসকর ট্রফির রেজাল্টের প্রভাব পড়বে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ওপর। একেবারে সঠিক সময় এসেছে প্রাক্তন তারকার পরামর্শ। উল্লেখ্য, ২০১৩ সালে অবসরের পর ভারতীয় দলের কোচ বা মেন্টরের ভূমিকায় দেখা যায়নি শচীনকে। তবে আইপিএলে‌ মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর মাস্টার ব্লাস্টার।